728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Wednesday, March 27, 2019

    রামগতিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত


    রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : “ সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতায় নতুন বিশ^ গড়ো ” প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ শুক্রবার পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটিতে র‌্যালী শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, বিশেষ অতিথি ছিলেন বিএনপিএস মনিটরিং ও নলেজ ম্যানেজমেন্ট অফিসার সাবরিনা নাজিয়া হক, ভিএস ডাঃ আবদুস সাত্তার বেগ, ওয়ান ষ্টপ ক্রাইসিস সেল প্রোগাম অফিসার ওয়াহিদুজ্জামান প্রমূখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা মো ঃ ছালাউদ্দিন, ধারনা পত্র পাঠ করেন ডরপ্ স্কুল মোবিলাইজার গুলশান সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিন।
    Newer Post
    Previous
    This is the last post.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: রামগতিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত Rating: 5 Reviewed By: user
    Scroll to Top